Header Ads

গলা, নাক ও মুখের ক্যান্সারের লক্ষণ

দেশে গলা, নাক ও মুখের ক্যান্সারের রোগীর সংখ্যা নিতান্তই কম নয়। জিহ্বা, টনসিল, নাক, সাইনাস, খাদ্যনালি, শ্বাসনালি, স্বরযন্ত্র, থাইরয়েড ও লালা গ্রন্থিতে ক্যান্সার হতে পারে।
দুঃখজনক হলেও সত্য, বেশিরভাগ রোগী রোগের প্রাথমিক পর্যায়ে চিকিৎসা নিতে আসেন না। নিচের লক্ষণ দেখা দিলে সতর্ক হতে হবে-

* মুখের ভেতর ঘা ১-২ সপ্তাহের মধ্যে চলে না গেলে।

* খাবার গিলতে অসুবিধা হলে, যা অ্যান্টিবায়োটিক খাওয়ার পরও সারে না।

* নাক দিয়ে রক্ত পড়া শুরু হলে এবং এর মাত্রা ধীরে ধীরে বাড়তে থাকলে।

* শ্বাসের সমস্যা ও কাশি দিনের পর দিন বাড়তে থাকলে।

* গলা ফোলা অ্যান্টিবায়োটিক খাওয়ার পরও না কমে বাড়তে থাকলে।

* গলার স্বর বসে গেলে, যা চিকিৎসাতেও সারে না।

জেনে রাখবেন-
পান-সুপারি, জর্দা, চুন-খয়ের, তামাক পাতা একদম খাওয়া উচিত নয়। এগুলো মুখগহ্বর ও জিহ্বার ক্যান্সারের জন্য বিশেষভাবে দায়ী। ধূমপান শুধু ধূমপায়ীদের নয়, যারা করেন না তাদের জন্যও ক্ষতিকারক।

বায়ুমণ্ডলের দূষণ রোধ করার চেষ্টা করা উচিত এবং মুখগহ্বর ও দাঁতের পরিচ্ছন্নতা বজায় রাখতে হবে।

No comments

Powered by Blogger.