Header Ads

এইচএসসি ও সমমান পরীক্ষার ফলাফল প্রকাশ

চলতি বছরের এইচএসসি ও সমমান পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়েছে। গড় পাসের হার ৬৮ দশমিক নয় এক শতাংশ। মোট পাস করেছে ছয় লাখ ৫৪ হাজার ৯শ’ ৪২ জন।

সকালে প্রধানমন্ত্রীর কাছে ফলাফল হস্তান্তর করা হয়। পরে শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ ফলাফলের বিস্তারিত তুলে ধরেন। এ বছর জিপিএ ফাইভ পেয়েছে ৩৩ হাজার ২৪২ জন। গত বারের চেয়ে পাসের হার কম পাঁচ দশমিক সাত নয় শতাংশ। শিক্ষাপ্রতিষ্ঠান ছাড়াও শিক্ষা বোর্ডগুলোর ওয়েবসাইটে ফলাফল পাওয়া যাবে। ২৪ থেকে ৩০ জুলাই ফল পুনঃনিরীক্ষণের আবেদন করা যাবে। গত দুই এপ্রিল শুরু হয়ে ১৫ মে এইচএসসির লিখিত পরীক্ষা শেষ হয়। এ বছর এইচএসসি ও সমমান পরীক্ষায় মোট পরীক্ষার্থী ছিল প্রায় ১২ লাখ।

No comments

Powered by Blogger.