Header Ads

অধিনায়ক হিসেবে কোহলি দিশেহারা হয়ে গেছে : শেন ওয়ার্ন

                                                                                                                                               zoombangla

চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালের পর ভারতের অধিনায়ক বিরাট কোহলির নেতৃত্ব নিয়ে প্রশ্ন উঠে গেল। ভারত অধিনায়কের বোলিং পরিবর্তন নিয়ে প্রশ্ন তুললেন অজি লেগ স্পিনার শেন ওয়ার্ন।
                                                                                                           pic ebela
লন্ডনের ওভালে ফাইনালে ধারাভাষ্য দেবার সময় ওয়ার্ন সরাসরি প্রশ্ন করে বসলেন। তিনি বলেন, ‘কোহলির বোলিং চেঞ্জ দেখে আমার মনে হয়েছে ওর কোন পরিকল্পনাই নেই ফাইনালের। পাকিস্তান ব্যাটসম্যানদের থামানোর কোনও পরিকল্পনা দেখতে পেলাম না। কোহলিকে দেখে মনে হচ্ছে অধিনায়ক হিসেবে ও দিশেহারা হয়ে গেছে। ’‌

শুধু এই সমালোচনা করেই থামেননি লেগ স্পিনের এই জাদুকর। ওয়ার্ন বিরক্ত হয়েছেন প্রচণ্ড মার খাওয়া সত্ত্বেও কোহলি কেন টানা বোলিং করিয়ে গেছেন রবিচন্দ্রন অশ্বিনকে। তিনি বলেন, ‘অশ্বিনের আমি ফ্যান। কিন্তু ফাইনালে ওর বোলিং দেখে আমি চূড়ান্ত হতাশ। কোনও নির্দিষ্ট পরিকল্পনা নেই। কোনও বৈচিত্র নেই বোলিংয়ে। সবচেয়ে বড় কথা ক্যাপ্টেন কোহলি মার খাওয়া অশ্বিনকে কেন টানা বোলিং করিয়ে গেল। অশ্বিনকে বসিয়ে অন্য কোনও পার্টটাইম বোলারকে দিতে পারত। জানি না কী ঘুরছিল কোহলির মাথায়?’

পাকিস্তানের বিরুদ্ধে ভারতীয় বোলিংকে দিশাহীন বলছেন সকল ধারাভাষ্যকাররা। সে কারণেই ভারত পিছিয়ে পড়ল। সেই সঙ্গে সব বিভাগেই টেক্কা দিল সরফরাজের পাকিস্তান। সৌরভ গাঙ্গুলি বলেই ফেললেন, ‘অতিরিক্ত কিছু করতে গিয়েই ভারতীয় বোলাররা নিজেদের চাপে ফেলে দিয়েছে। বুমরাকে দেখে মনে হল চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনাল এবং বিপক্ষ পাকিস্তান, এই দুটো চাপ সামলাতে পারল না। জঘন্য বোলিং ভারতের। একমাত্র ভুবনেশ্বর কুমার ছাড়া আর কোনও বোলার পাকিস্তানি ব্যাটসম্যানদের আটকে রাখতে পারল না! জানি না কী হল ভারতীয় বোলারদের? সত্যি এত খারাপ বোলিং পারফরমেন্স ভাবা যায় না। ’

প্রাক্তন ইংল্যান্ড অধিনায়ক নাসের হুসেন তো বলেই দিলেন, ‘পাকিস্তান দেখিয়ে দিল, ওদের নিচু চোখে দেখা উচিত হয়নি। এই পাকিস্তান সত্যি চমকে দিল ক্রিকেট বিশ্বকে। ’ সুনীল গাভাসকার মতে, পাকিস্তানের ৩৩৮ রানে বোঝা ভারতীয়দের ফাইনালে ব্যাকফুটে ঠেলে দিল। তার কারণ, ভারতীয় বোলিংয়ের দৈন্য অবস্থা।

চ্যাম্পিয়ন্স ট্রফিতে ফাইনালে যোগ্য দল হিসেবে কর্তৃত্ব দেখাল সরফরাজের পাকিস্তান তা মনে করছেন অস্ট্রেলিয়ার সাবেক অধিনায়ক রিকি পন্টিং। তিনি বলেন, ‘টুর্নামেন্টের প্রথম ম্যাচ বাজে ভাবে হেরে যাবার পর পাকিস্তান দেখিয়ে দিয়েছে কীভাবে ঘুরে দাঁড়ানো যায়। দেখার মতো, একটা দল যেভাবে প্রতিটি ম্যাচে নিজেদের ছাপিয়ে গেল।

No comments

Powered by Blogger.